সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন শীর্ষ ধনীরা আরও ধনী হচ্ছে মধ্যবিত্ত বেতনের টাকায় মাস চালায় আর ধনী প্রতি মাসের বেতনের টাকাও বিনিয়োগ করে।চলুন জেনে নিই, এমন কিছু অভ্যাস সম্পর্কে যা অনুসরণ করলে সহজেই ধনী হওয়া যায়
আপনার যদি বেতন কমও হয় তবুও মাসের শেষে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেলে কিন্তু চলবে না। তাই খরচে রাশ টানতে হবে। চলুন জেনে নিই, কম বেতন হলেও কীভাবে সঞ্চয় করবে।